যেভাবে পাসপোর্টের প্রচলন হয়েছিল
বিদেশযাত্রার প্রসঙ্গ এলেই প্রথম কোন বিষয়টি মাথায় আসে? জি, পাসপোর্ট। ভিনদেশে নিজের নাগরিকত্ব প্রমাণের অন্যতম হাতিয়ার তো এই পাসপোর্টই। কিন্তু পাসপোর্টের প্রচলন কীভাবে হলো? জানতে খ্রিষ্টপূর্ব আনুমানিক ৪৫০ শতাব্দীতে প্রাচীন পারস্যে ফিরে যেতে হবে। সে সময়ের ইতিহাসে অন্য রাজ্যে যেতে রাজার কাছ থেকে নিজের পরিচয়সংবলিত চিঠি সঙ্গে নেওয়ার কথা উল্লেখ আছে। নির্বিঘ্নে ভ্রমণের জন্য এই চিঠিই পরে পাসপোর্ট হিসেবে পরিচিতি পেয়েছে। তবে ১৪১৪ সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির রাজত্ব সময় প্রচলিত পাসপোর্টের ব্যবহার শুরু হয়।